রেলস্টেশনের মতো জনবহুল স্থানে প্রকাশ্যে ঘনিষ্ঠতায় মত্ত এক যুগলকে ঘিরে ছড়িয়েছে প্রবল বিতর্ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একটি স্টেশনের চত্বরে একটি নির্জন স্থানে চাদর চাপা দিয়ে শুয়ে রয়েছেন যুগল।
চাদরের আড়ালে তারা মেতে উঠেছেন ব্যক্তিগত মুহূর্তে। ঘটনাস্থলে উপস্থিত যাত্রীরা বিষয়টি লক্ষ করে অস্বস্তিতে পড়েন।
ভিডিওতে আরও দেখা যায়, এক ব্যক্তি এসে সেই যুগলের গায়ের চাদর সরিয়ে দেন। তৎক্ষণাৎ দৃশ্যমান হয় তাদের ঘনিষ্ঠ অবস্থান। এরপর যুগলের চোখেমুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকরা।
ঘটনাটি ঠিক কোথায় এবং কবে ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এ ঘটনার খবর প্রকাশ করেছে। তাদের হাতে ঘটনার ভিডিও রয়েছে। তবে গণমাধ্যমটি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ভিডিওটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে নেটিজেনদের মন্তব্যে ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—এ ধরনের প্রকাশ্য ‘অশালীন’ আচরণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন বার্তা দেয়? কেউ লিখেছেন, ‘নির্লজ্জতা আজ সর্বত্র ছড়িয়ে পড়েছে, রেল কর্তৃপক্ষের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।’ আরেকজন মন্তব্য করেন, ‘এঁদের খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত—এভাবে জনসমক্ষে এমন আচরণ মানা যায় না।’
অনেকেই রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :