শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মোস্তাফিজুর রহমান সুমন ও রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০১:১৯ এএম

স্ত্রী মুন্নীর হাত ধরেই তাপসের উত্থান

মোস্তাফিজুর রহমান সুমন ও রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০১:১৯ এএম

স্ত্রী মুন্নীর হাত ধরেই তাপসের উত্থান

ছবি: রূপালী বাংলাদেশ

তবলাবাদক থেকে টিভি চ্যানেলের কর্ণধার হওয়া কৌশিক হোসেন তাপস বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা কারণে আলোচিত-সমালোচিত হন। একাধারে গায়ক-সুরকার-সঙ্গীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী তাপস। গত দেড় দশকে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার আমলে নানা কারণে দেশের সংস্কৃতি অঙ্গনের প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি। আওয়ামী পরিবারের সংস্কৃতি অঙ্গনের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত তাপস। তার উত্থান নিয়েও নানা মুখরোচক গল্পের ছড়াছড়ি মিডিয়াপাড়ায়। তার স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন শেখ হাসিনার বিউটিশিয়ান। এরপর তাপস-মুন্নি দম্পতিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তাপস দিনে দিনে হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। কামিয়ে নেন কোটি কোটি টাকা। মালিক বনে যান গান বাংলার। ক্ষমতার দাপটে সেটিও আবৃত্তিশিল্পী রবিশঙ্কর মৈত্রীর কাছ থেকে ভাগিয়ে নেন তাপস।

বিগত সরকারের আমলে সরকারি প্রায় সব সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের দায়িত্বও পেতেন তাপস। প্রধানমন্ত্রীর কার্যালয়, শেখ পরিবার, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল এবং খোকনের আনুকূল্য পেয়ে হয়ে উঠেন ‘মিডিয়া মোঘল’। হয়েছেন হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগ সরকারের সব থেকে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হতো। পুরো অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস। এ থেকে কোটি কোটি টাকা ঘরে তোলেন তিনি। ক্ষমতার পালাবদলের মধ্যে গা-ঢাকা দেওয়া গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস গতকাল উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন।

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সাত দিনের রিমান্ড শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাপসকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে তাপসের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না থাকায় আগামীকাল বুধবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় কৌশিক হোসেন তাপস ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। সেই জেরে গত রোববার রাত ১২টার পর তাপসকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। ডিবি পুলিশের সহায়তায় তাকে ভাটারা থানাধীন গান বাংলা চ্যানেল কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, একটা সময় সামান্য বেতনে চাকরি করে এবং প্রাইভেট পড়িয়ে জীবন চালিয়েছেন তাপস। তবে এখন কোটি কোটি টাকার মালিক তিনি। অর্থের জোরে হয়েছেন মিডিয়া মুঘল। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ছিলেন তবলাবাদক। বেতনও ছিল কম, যা দিয়ে জীবিকা নির্ভর করা কঠিন ছিল। গানের সঙ্গে যুক্ত থাকায় গানের জগতে নিজের জায়গা তৈরির চেষ্টা চালিয়ে যান তাপস। কথিত এই মিডিয়া মুঘল ওপরে উঠার সিঁড়ি পেয়ে যান স্ত্রী ফারজানা মুন্নীর মাধ্যমে। রূপচর্চা ও ফ্যাশন এক্সপোর্ট হিসেবে দেশে-বিদেশে পরিচিত ফারজানা মুন্নী। ধনাঢ্য এই নারী জড়িত নানা ব্যবসার সঙ্গে। কথিত রয়েছে, মুন্নী নানা অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত। তার এ অপকর্মে সহযোগিতা করতেন তাপস। মুন্নীর প্রথম ঘরের মেয়েকে প্রাইভেট পড়াতেন তাপস। সেই সুবাদে নিয়মিত দেখা হতো তাদের। একটা সময় তাপস মুন্নীকে আকৃষ্ট করে। তাদের মধ্যে শুরু হয় অসম প্রেম। অবাধ মেলামেশার একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। একাকিত্ব ঘোচাতে তাপসকে জীবন সঙ্গী করেন মুন্নী। বিয়ে পর খুলে যায় এ গায়কের ভাগ্য।

বর্তমান গানবাংলা চ্যানেলটি আবৃত্তিশিল্পী রবিশঙ্কর মৈত্রীর হলেও জোর করে ভাগিয়ে নেন তাপস।

২০১১ সালের ২৪ অক্টোবর তথ্য মন্ত্রণালয় থেকে গানবাংলা টেলিভিশনের লাইসেন্স পান রবিশঙ্কর। ২০১২ সালের পহেলা জুলাই কৌশিক হোসেন তাপস আর ফারজানা আরমান মুন্নী ৮০ লাখ টাকায় শেয়ারহোল্ডার হিসেবে গানবাংলায় যুক্ত হয়েছিলেন। একটা সময় রবিশঙ্করকে মিথ্যা মামলা দিয়ে গানবাংলার সবকিছুই নিজের করে নেন তাপস-মুন্নী। চ্যানেলটি পেতে সহযোগিতা করেছিল তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন। চ্যানেলটি সামনে রেখে তাপস নানা অপকর্ম করতেন বলে জানা যায়। কথিত রয়েছে, স্ত্রী ছাড়াও একাধিক নারীতে আসক্ত ছিলেন তাপস। ২০২৩ সালের নভেম্বর মাসে ভাইরাল হয় তাপসের সঙ্গে সমালোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর গোপন প্রেমের খবর। এটি প্রকাশ করেন তাপসের স্ত্রী মুন্নী। সে সময় তিনি দাবি করেছিলেন, বুবলী তার স্বামীর সঙ্গে প্রেম করছেন। শুধু তাই নয়, তাপসের সন্তানের মা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বুবলী। অপু বিশ্বাসের সঙ্গে কথোপকথনের একটি অডিও বার্তায় এই চাঞ্চল্যকার তথ্য দেন মুন্নী। যে রাতে মুন্নী নিজের ফেসবুকে তাপস-বুবলীর প্রেমের খবর জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন তখনো গানবাংলায় তাপসের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছিলেন বুবলী। সে সময় ভিডিও কল দিলে দৌড়ে গিয়ে বাথরুমে লুকান বুবলী।

যদিও পরবর্তী সময়ে মুন্নী জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং অপু বিশ্বাসের ঘাড়ে দায় চাপান। বুবলীকে দামি ফ্ল্যাট দেওয়ার কথাও জানা যায়। সেখানেও তারা একান্তে সময় কাটাতেন বলে চাউড় রয়েছে। সমালোচনা থেকে তাপসকে বাঁচালেও বুবলীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিনোদন জগতের অন্তরমহলে কান পাতলেই শোনা যায়। মূলত ‘খেলা হবে’ নামের সিনেমার ঘোষণা দেন তাপস। সেই সিনেমায় নায়িকা করা হয় বুবলীকে। সিনেমাটির সূত্র ধরেই তাপস-বুবলীর ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে জানা গেছে। তবে শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে তাপস। অনিশ্চিয়তায় ‘খেলা হবে’।

অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে সঙ্গীতাঙ্গনে রাজত্ব করছিলেন তাপস। দেশের পটপরিবর্তনের পর বেরিয়ে আসছে তাকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর খবর। এরপর তোপের মুখে পড়েন এ শিল্পী। জনরোষ থেকে বাঁচতে গা-ঢাকা দিয়েছেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ছেড়ে কথা বলছেন না নেটিজেনরা। তার বিরুদ্ধে রয়েছে কর ফাঁকির অভিযোগও। ২০২২ সালের মার্চে নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় সানি লিওনকে আনেন তাপস। জয় বাংলাসহ আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে কনসার্ট করে কোটি কোটি টাকা হাতিয়েছেন তিনি। দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের অধিকাংশ শিল্পীই তাপসের পেছনে পেছনে ঘুরতেন বড় আয়োজনে গান করার আসায়। তাপসের অনেক অপকর্মের ফিরিস্তি এখনো অন্তরালে রয়ে গেছে বলে মনে করেন সংস্কৃতিমনা নাগরিকরা।

আরবি/জেডআর

Link copied!