দুই ভুবনের দুই উজ্জ্বল নক্ষত্র তারা। এক সময়ে নিজ নিজ ক্ষেত্রে বিশ্বসেরাদের মধ্যে ছিলেন অন্যতম। ফুটবলের জাদুকর নেইমারকে চেনে পুরো বিশ্ব। বাংলাদেশ ক্রিকেটের দুই স্তম্ভ সাকিব আল হাসান ও তামিম ইকবালও নেইমারের ভক্ত, তবে ভিন্ন ভিন্ন কারণে।
কিন্তু প্রশ্ন জাগে, নেইমার কি চেনেন সাকিব-তামিমকে? এমন ধারণা অমূলক নয় যে, ব্রাজিলিয়ান এই ফুটবল সুপারস্টার হয়তো ক্রিকেট দুনিয়ার খবর রাখেন না। কারণ ব্রাজিলে ক্রিকেটের তেমন জনপ্রিয়তা নেই।
তবে সম্প্রতি নেইমারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রবিন মিয়া এই ধারণাকে ভুল প্রমাণ করেছেন।
তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে জানে (নেইমার)। এবং আমি সাকিব আল হাসানের একটি জার্সি তাকে উপহার দিয়েছি। তার বাসায় সাকিব আল হাসানের জার্সি আছে।
বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবাল সম্পর্কে জানে। এছাড়া ভারতের বিরাট কোহলি সম্পর্কেও জানে নেইমার।
কাতার বিশ্বকাপের পর বাংলাদেশের মানুষের কাছে পরিচিত মুখ রবিন মিয়া অবশ্য নিজেকে নেইমারের বন্ধু হিসেবে পরিচয় দিতে নারাজ।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো এটা যাতে কেউ না বলেন। আমি নেইমারের বাবার সাথে কাজ করি, সেই সুবাদে ভালো সম্পর্ক।’
বর্তমান সময়ে চোটের কারণে মাঠের বাইরে আছেন নেইমার। গত ১৭ এপ্রিল সান্তোসের হয়ে মাঠে ফিরলেও, আবারও চোটে পড়েন এবং মাঠ ছাড়তে বাধ্য হন এই সুপারস্টার।
ধারণা করা হচ্ছে, অন্তত চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ান তারকাকে। ব্রাজিলের জার্সিতে তিনি সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছর অক্টোবরে।
আশা করা যায় চলতি বছরেই তিনি জাতীয় দলে ফিরবেন, তবে নতুন এই চোট সেই সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিয়েছে।