শনিবার, ০৩ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৫, ০৪:৪২ পিএম

ইংল্যান্ডে নারী ফুটবলে ট্রান্সজেন্ডার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৫, ০৪:৪২ পিএম

ইংল্যান্ডে নারী ফুটবলে ট্রান্সজেন্ডার নিষিদ্ধ

ছবি : সংগৃহীত

ইংল্যান্ডে নারী ফুটবলে আর খেলতে পারবেন না ট্রান্সজেন্ডার খেলোয়াড়রা—এমনই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল পরিচালনাকারী সংস্থা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

এ নতুন নিয়ম ২০২৫ সালের ১ জুন থেকে কার্যকর হবে।

ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রিটেনের সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি আইন পাস করেছেন, যেখানে শুধু জৈবিক নারীদেরই নারী হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে।

সেই রায়ের পরিপ্রেক্ষিতেই এফএ এ নিষেধাজ্ঞা জারি করেছে।

এফএ জানায়, আইন, বৈজ্ঞানিক গবেষণা বা ঘরোয়া ফুটবলের প্রয়োজনে ভবিষ্যতে এ সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে।

তবে বর্তমান পরিস্থিতিতে এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

নতুন এ নিয়মের কারণে চলতি মৌসুমে ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলা প্রায় ২০ জন ট্রান্স নারী খেলোয়াড় পরবর্তী মৌসুমে আর অংশ নিতে পারবেন না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, নারীদের খেলার ক্ষেত্রে জৈবিক ভিন্নতা বিবেচনায় রাখা জরুরি। আইনের প্রতি সম্মান জানানোও সমান গুরুত্বপূর্ণ।

তবে এ সিদ্ধান্তকে বিতর্কিত বলছেন কেউ কেউ। ট্রান্স অধিকারবিষয়ক সংগঠন ‘ফুটবল বনাম ট্রান্সফোবিয়া’র সদস্য নাটালি ওয়াশিংটন এ সিদ্ধান্তকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন।

তার মতে, অনেক ট্রান্স নারী নিরাপত্তার অভাবে পুরুষদের দলে খেলতে চান না, ফলে তাদের জন্য এখন খেলাধুলার পথ আরও সংকুচিত হয়ে গেল।

অন্যদিকে, বেশ কয়েকটি নারী অধিকার সংগঠন এফএ-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

‘সেক্স ম্যাটার্স’ সংগঠনের ফিওনা ম্যাকানেনা বলেছেন, এ সিদ্ধান্তের মাধ্যমে অবশেষে বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া হলো। তার মতে, টেস্টোস্টেরনের মাত্রা কমালেও ট্রান্স নারীরা জৈবিকভাবে নারী নন। সেটিই এখন বিবেচনায় এসেছে।

Link copied!