ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

মেসির গোলে জয়ে ফিরল মায়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ১০:০৬ এএম
রেড বুলসের বিপক্ষে গোল করেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ ।। ছবি: সংগৃহীত

কনক্যাকাফ চ্যাম্পিয়ন শিপের সেমিফাইনালে ভ্যাঙ্কুভারের বিপক্ষে হেরে বাদ পড়েছিল ইন্টার মায়ামি। দলের এমন খারাপ পরিস্থিতিতে গোলহীন ছিল মেসিরও। তবে খরা কাটিয়ে অবশেষে জয়ে ফিরেছে মায়ামি। এছাড়া গোল পেয়েছেন মেসিও।

রোববার (৪ মে) ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচে নিউইয়র্ক রেড বুলসকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মায়ামি। মেসি ছাড়াও এ ম্যাচে মায়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ, মার্সেলো ভেইগান্ট আর ফাফা পিকাল্ট।

ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে এদিন ৯ম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন পিকাল্ট। ৩০ মিনিটে ব্যবধানে দ্বিগুণ হয় ভেইগান্টের গোলে। আর ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ।

তবে তিন গোল হজম করেও হাল ছাড়েনি রেড বুলস। ম্যাচের ৪৩তম মিনিটে ব্যবধান কমান বুলস ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চুপো–মোটিংয়।

দ্বিতীয়ার্ধের একমাত্র গোলটি আসে মেসিরই তৈরি করা আক্রমণ থেকে। বক্সের ভেতরে দুই ডিফেন্ডারের চাপ সামলে বাঁ পায়ের জোরালো শট বল জালে পাঠান এই আর্জেন্টাইন। এটি চলতি বছর মায়ামির হয়ে ১৩ ম্যাচে মেসির ৮ম গোল। আর ক্যারিয়ারের ৮৫৯তম।

এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে মায়ামির পয়েন্ট ২১ নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে মায়ামি। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ফিলাডেলফিয়া।