ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

পাকিস্তান থেকে সরে গেল পিএসএল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ১০:৩৩ এএম
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ছবি: সংগৃহীত

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

বৃহস্পতিবার (৮ মে) এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ইএসপিএন

বৈঠকে পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর বেশিরভাগ খেলোয়াড়ই সংযুক্ত আরব আমিরাতে খেলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন।

সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন স্থানে পড়ে যাওয়া ড্রোন নিয়ে উত্তেজনা চরমে ওঠে। পাকিস্তান অভিযোগ করেছে, ড্রোনগুলো ভারতের এবং এসব ড্রোন পাকিস্তানের ভূখণ্ডে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার উদ্দেশ্যেই পাঠানো হয়েছে। ভারত দাবি করেছে, তারা কাশ্মীরের পাহলগামে এপ্রিল মাসে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এই পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়। ইতোমধ্যে বেশ কয়েকজন খেলোয়াড় পাকিস্তান ত্যাগ করে ইউএই-এর উদ্দেশ্যে রওনা হয়েছেন। পিসিবি জানিয়েছে, লিগের নতুন সূচি ও ভেন্যু শিগগিরই ঘোষণা করা হবে।

মূল সূচি অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে চারটি, মুলতানে একটি এবং লাহোরে শেষ তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে এখন সবগুলো ম্যাচই ইউএইতে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, পিএসএলের পরিবর্তিত সূচির কারণে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট সূচিও প্রভাবিত হতে পারে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় দল পিএসএল ফাইনালের পর পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। ২৫ মে ফয়সালাবাদে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

পিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিরিজ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।