গোলের লড়াই বললে একসময় সবার আগে আসত লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। দীর্ঘ সময় এই দুই মহাতারকা একে অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রায় এক দশকের বেশি সময় তাঁদের আশপাশে খুব কম খেলোয়াড়ই ঘেঁষতে পেরেছেন। তবে সেসব দিন এখন অতীত।
নতুন দশকে সেই একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটেছে। ইউরোপিয়ান ফুটবল থেকেও বিদায় নিয়েছেন মেসি-রোনালদো। তাঁদের রেখে যাওয়া গোলের মসনদে এখন নতুন রাজারা। তবে চলতি দশকের গোলের দৌড়টা আর দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই, লড়াইটা এখন অনেকের।
ট্রান্সফার মার্কেটের তথ্যানুসারে, ২০২০-২১ মৌসুম থেকে ইউরোপের শীর্ষ ৫ লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।
এই সময়কালে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে ২৩৭ ম্যাচে করেছেন ২০৫ গোল, যার গড় প্রতি ম্যাচে ০.৮৬ গোল। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর পিএসজির হয়ে তিনটি লিগসহ একাধিক শিরোপা জিতেছেন। এরপর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে আরও দুটি আন্তর্জাতিক ট্রফি জিতেছেন তিনি।
এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কি। বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার হয়ে ২৩০ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১৯৭। গড় প্রতি ম্যাচে ০.৮৫ গোল।
তৃতীয় স্থানে উঠে এসেছেন বর্তমান সময়ের আরেক গোল মেশিন আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার ২১০ ম্যাচে করেছেন ১৯০ গোল, যার গড় ০.৯০—তালিকায় সর্বোচ্চ।
শীর্ষ পাঁচে আরও আছেন হ্যারি কেইন (২৩৮ ম্যাচে ১৭৩ গোল) এবং মোহাম্মদ সালাহ (২৪৭ ম্যাচে ১৫০ গোল)।
ক্লাবের দিক থেকেও গোলের তালিকায় সেরা ম্যানচেস্টার সিটি, যারা ২৯৩ ম্যাচে করেছে ৬৯০ গোল এবং এ সময় জিতেছে চারটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
এরপর রয়েছে বায়ার্ন মিউনিখ (৬৭০ গোল), পিএসজি (৬২৩ গোল), লিভারপুল (৬০৯ গোল) ও রিয়াল মাদ্রিদ (৫৯৪ গোল)।
নতুন যুগে গোলের এই লড়াই আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে—এবার আর কেবল মেসি-রোনালদো নয়, শীর্ষে ওঠার লড়াইয়ে আছেন অনেকেই।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন