ঢাকা সোমবার, ২৬ মে, ২০২৫

প্রীতি ও প্লেসিসের ছবি ভাইরাল, সিনেমা করার অনুরোধ ভক্তদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৮:১৩ পিএম
প্রীতি জিনতা ও ফাফ ডু প্লেসিস। ছবি- সংগৃহীত

দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ শেষে ফাফ ডু প্লেসিস ও প্রীতি জিনতা খেলা নিয়ে কথা বলছিলেন। সেই মুহূর্তের একটি ছবি ভক্তদের নজর কাড়ে। ছবিতে প্রীতি জিনতার উড়ন্ত চুল এবং সুদর্শন ক্রিকেটারের সাধারণ অভিব্যক্তি ভক্তদের কাছে সিনেমার কোনো দৃশ্যের মতোই মনে হয়েছে।

শনিবার (২৪ মে) দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচে ঘটনাটি ঘটে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি বেশ ভাইরাল হয়েছে। ছবিকে ঘিরে তৈরি হয়েছে ভক্তদের মজার এক অনুরোধ, যা নিয়ে ডু প্লেসিসের দেওয়া উত্তরটি রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল এ ছবির নিচে এক ভক্ত মন্তব্য করেন, ‘কেউ দয়া করে ‘faf1307’ এবং ‘realpreityzinta’ কে একটি সিনেমায় কাস্ট করতে দিন। তার (ফাফ ডু প্লেসিস) মধ্যে অ্যাকশন-হিরো ভাইব আছে। সে সূক্ষ্ম ওয়াইনের মতো বয়স্ক হয়ে উঠছে। তাদের একটি ক্রীড়া নাটক বা রাজকীয় প্রেমে রাখুন- এ দৃশ্য নষ্ট করবেন না!’

তবে মজার বিষয় হলো, এই পোস্টের নিচে ফাফ ডু প্লেসিস নিজেই মন্তব্য করে লিখেছেন, ‘সুযোগ করে দাও (Make it happen)।’