ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫

ভারতের নারী দলে সতীর্থের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ১২:৫২ পিএম
ভারতের নারী ক্রিকেট দলের তারকা খেলোয়াড় দীপ্তি শর্মা। ছবি- সংগৃহীত

ভারতের নারী ক্রিকেট দলের তারকা খেলোয়াড় দীপ্তি শর্মা তার সতীর্থ আরুষি গোয়েলের বিরুদ্ধে নগদ টাকা ও গয়না চুরির গুরুতর অভিযোগ এনেছেন। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন দীপ্তি। 

দীপ্তি শর্মা অভিযোগ করেছেন যে, তার নিজ রাজ্য উত্তরপ্রদেশ এবং প্রমীলা প্রিমিয়ার লিগের সতীর্থ আরুষি গোয়েল তার আগ্রার ফ্ল্যাট থেকে গয়না, ২ লাখ টাকার বিদেশি মুদ্রা এবং মূল্যবান জিনিসপত্র চুরি করেছেন।

এর আগে, দীপ্তি আরুষিকে ২৫ লাখ টাকা ধার দিয়েছিলেন বলেও দাবি করেছেন।

আগ্রা সদরের এসিপি সুকন্যা শর্মা গণমাধ্যমকে জানান, দীপ্তির ভাই সুমিত শর্মা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩০৫ (এ), ৩৩১ (৩), ৩১৬ (২) এবং ৩৫২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এফআইআর অনুযায়ী, দীপ্তি এবং আরুষি একই দলে খেলার সুবাদে গত কয়েক বছরে ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। এরপর আরুষি এবং তার বাবা-মা পারিবারিক ও আর্থিক সমস্যার কথা বলে দীপ্তিকে টাকা দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন।

গত দু’বছরে দীপ্তি আরুষিকে ২৫ লাখ টাকা দিয়েছেন, যা ফেরত চাইলে আরুষি তা দেননি। উল্টো গত ২২ এপ্রিল আগ্রায় দীপ্তির ফ্ল্যাটের তালা ভেঙে আরুষি গয়না এবং ২৫০০ ডলার চুরি করেন। 

বেরোনোর সময় আরুষি ফ্ল্যাটে অন্য একটি তালা লাগিয়ে যান। পরে দীপ্তির ভাই সুমিত ফ্ল্যাটে ঢুকতে না পারলে বিষয়টি প্রকাশ্যে আসে।