ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫

মেসির জাদুকরী গোল, হার এড়াল মায়ামি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ১০:৪৮ এএম
ফ্রি-কিক থেকেই গোল করেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন ম্যাচ জয়হীন থাকায় বেশ চাপে ছিল ইন্টার মিয়ামি। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দিয়েছিল দলটি। তবে মাঠে শুরু থেকেই ছিল হতাশা। শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জাদুকরী ফ্রি-কিক এবং শেষ মুহূর্তের গোলে হার এড়াতে সক্ষম হয় মিয়ামি।

রোববার (২৫ মে) ৩-৩ গোলে ড্র করেছে ফিলাডেলফিয়া ও ইন্টার মিয়ামি। ফিলাডেলফিয়ার হয়ে কুইন ১টি আর মিয়ামির হয়ে মেসি ১টি গোল করেছেন। এদিন মাঠে নামেননি কুইনের আরেক ভাই কাভান সুলিভান।

ঘরের মাঠে ফিলাডেলফিয়া এগিয়ে যায় সপ্তম মিনিটেই। কাই ওয়্যাগনার কর্নার থেকে আলতো করে বল দেন ছুটে আসা কুইন সালিভানকে। বক্সের ডান কোণা থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান ২১ বছর বয়সি উইঙ্গার।

মিয়ামি প্রথম সম্ভাবনা জাগায় ৩৩তম মিনিটে। লুইস সুয়ারেসের ডামির পর বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের একজনের দুই পায়ের মাঝ দিয়ে গড়ানো শট নেন মেসি। তবে তা আটকে দেন ফিলাডেলফিয়ার গোলকিপার অ্যান্ড্রু রিক।

পরের সময়টায় একের পর এক আক্রমণ চালায় ফিলাডেলফিয়া। কর্নার থেকে ন্যাথান হ্যারিয়েলের হেড দারুণ দক্ষতায় ফেরান মিয়ামির গোলকিপার উস্তারি। ৪২তম মিনিটে বক্সের অনেক বাইরে থেকে নেওয়া ড্যানলি জ্যাকসের গতিময় শট গোলবারের ওপর দিয়ে ফিস্ট করে দেন উস্তারি।

দুই মিনিট পর আর রক্ষা করতে পারেননি উস্তারি। বক্সের ভেতর জটলার ভেতর থেকে মিয়ামির চারজনের মাঝ দিয়ে শট নিয়ে বল জালে পাঠান ফিলাডেলফিয়ার ফরোয়ার্ড তাই বারিবো।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মিয়ামি। একটি গোল ফিরিয়ে দিতে পারে তারা ৬০তম মিনিটে। নোয়াহ অ্যালেনের মাপা ক্রসে হেড থেকে গোল করে তাদেও আইয়েন্দে। দুই মাস পর গোলের দেখা পেলেন আর্জেন্টাইন এই উইঙ্গার।

৭০তম মিনিটে হেড করে বল জালে পাঠান মিয়ামির সেগোভিয়া। তবে অফসাইডের সংকেত দেন রেফারি।

দুই মিনিট পর আবার দুই গোলের ব্যবধান গড়ে ফিলাডেলফিয়া। খুব কাছ থেকে বল জালে পাঠিয়ে দ্বিতীয় গোলের দেখা পান বারিবো। যদিও তার গোলটি অফসাইড ছিল কি না, এই প্রশ্ন তোলা যায়। ধারাভাষ্যকাররা বলছিলেন, ‘টাইট কল।’

এর মিনিট দুয়েক পর খুব কাছ থেকে ড্যানলি জ্যাকসের শট পা দিয়ে কোনোরকমে ঠেকান উস্তারি।

৮৭তম মিনিটে মেসির সেই ফ্রি-কিক থেকে গোল।

পরের মিনিটেই আবার ব্যবধান বাড়াতে পারত ফিলাডেলফিয়া। জ্যাকসের পাস থেকে গোলপোস্টের একদম কোনা থেকে শট নেন বারিবো। কিন্তু দারুণভাবে পা দিয়ে ঠেকিয়ে ইসরাইলের ফরোয়ার্ডকে হ্যাটট্রিক করতে দেননি মিয়ামির গোলকিপার উস্তারি।

৯৪তম মিনিটে ফিলাডেলফিয়ার ইয়োভান লুকিচের শট উস্তারির হাত ছুঁয়ে গোলবারে লেগে বাইরে চলে যায়। এর পরপরই মিয়ামির সমতায় ফেরা সেই গোল। মেসির আলতো করে বল দেন সেগোভিয়াকে। মূল কৃতিত্ব ভেনেজুয়েলার এই মিডফিল্ডারের। বক্সের মাথা থেকে দারুণ শটে গোল করেন ২২ বছর বয়সি ফুটবলার।

ওই গোলেই গত আট ম্যাচের মধ্যে ষষ্ঠ পরাজয় থেকে রক্ষা পায় মিয়ামি।