ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

টানা পাঁচবার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১০:৩৫ এএম
ছবি- সংগৃহীত

কোপা আমেরিকায় আবারও সেই চেনা চিত্র- ব্রাজিলের মেয়েরা ফাইনালে! ইকুয়েডরের রাজধানী কুইটোতে উরুগুয়েকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা পাঁচবারের মতো নারী কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল নারী ফুটবল দল।

বাংলাদেশ সময় আজ (৩০ জুলাই) সকালে অনুষ্ঠিত ২০২৫ নারী কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে দাপটের সঙ্গেই খেলে সেলেসাও মেয়েরা। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রাখে তারা এবং প্রতিপক্ষের গোলমুখে নেয় ৭টি শট, যার পাঁচটিই জালে প্রবেশ করান ব্রাজিলিয়ান ফুটবলাররা।

ম্যাচের ১১তম মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন ফরোয়ার্ড আমান্দা গুতিয়েরেস, যিনি মার্তার অ্যাসিস্টে গোলটি করেন। এরপর ১৩ ও ২৭ মিনিটে গোল করেন গিও গারবেলিনি ও মার্তা (পেনাল্টি থেকে)। ফলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ব্রাজিল ডিফেন্ডার ইসা হাস করেন একটি আত্মঘাতী গোল, যা উরুগুয়ের একমাত্র সান্ত্বনার গোলে পরিণত হয়। তবে খুব বেশি সময় আনন্দে ভাসতে পারেনি উরুগুয়ে। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান গুতিয়েরেস। এরপর ৮৬ মিনিটে দুদিনিয়ার গোলে ৫-১ ব্যবধান নিশ্চিত করে ব্রাজিল।

এই জয়ের মাধ্যমে শুধু ২০২৫ কোপা আমেরিকার ফাইনালেই নয়, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও জায়গা করে নিয়েছে ব্রাজিল নারী ফুটবল দল।

ব্রাজিল নারী দল এর আগেও ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে টানা চারবার ফাইনালে উঠে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাদের লক্ষ্য পঞ্চমবারের মতো টানা শিরোপা জয়।

বাংলাদেশ সময় আগামী (২ আগস্ট) রাত ৩টায় কুইটোর রদ্রিগো পাজ দেলগাদো স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া।

অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও উরুগুয়ে, একই দিন ভোর ৬টায়।

উল্লেখযোগ্যভাবে, নারী কোপা আমেরিকায় এখন পর্যন্ত ৯ আসরের মধ্যে ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ব্যতিক্রম কেবল ২০০৬ সালে, যেখানে আর্জেন্টিনা শিরোপা জিতেছিল ব্রাজিলকে হারিয়ে।