লিওনেল মেসিবিহীন ইন্টার মিয়ামি কি পারবে লিগস কাপের পরের পর্বে যেতে? বৃহস্পতিবার সকালে পুমাসের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নামার আগে এই প্রশ্নই ঘুরছে মিয়ামি সমর্থকদের মনে।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে, হারলে বিদায়। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চোটে দলের সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসিকে পাচ্ছে না মিয়ামি।
গত শনিবার নেকাক্সার বিপক্ষে খেলার সময় মেসি চোট পান এবং মাত্র ১১ মিনিট পরই মাঠ ছাড়েন। এরপর থেকেই তার লিগস কাপে খেলা নিয়ে সংশয় তৈরি হয়।
মিয়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো নিশ্চিত করেছেন, মেসি দ্রুত সুস্থ হচ্ছেন, তবে পুমাসের বিপক্ষে তিনি খেলতে পারবেন না।
এই মুহূর্তে দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ইন্টার মিয়ামি। অ্যাটলাস এফসিকে হারানোর পর নেকাক্সার সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। লিগস কাপের নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ টেবিলের প্রথম চার দল পরবর্তী রাউন্ডে যাবে।
পুমাসকে হারাতে পারলে মায়ামি সহজেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। কিন্তু হারলে বা ড্র করলে তাদের ভাগ্য ঝুলে থাকবে অন্য ম্যাচের ফলাফলের ওপর।
যদি মিয়ামি এই ম্যাচ জিতে পরের পর্বে যেতে পারে, তবে মেসির জন্য কিছুটা স্বস্তির খবর। কারণ কোয়ার্টার ফাইনাল শুরু হতে দুই সপ্তাহের বিরতি আছে। এই সময়ে মেসি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার সুযোগ পাবেন।
মাশ্চেরানো মেসির চোট নিয়ে বলেন, এটা একদিকে খারাপ খবর, আবার অন্যদিকে ভালোও। মেসি ভালোভাবেই সুস্থ হচ্ছে, তবে বৃহস্পতিবারের ম্যাচে তাকে আমরা পাবো না। দেখা যাক, সে কত দ্রুত ফিরে আসতে পারে।
লিগস কাপে টিকে থাকার পাশাপাশি মায়ামির সামনে রয়েছে এমএলএস-এর নিয়মিত মৌসুমের ম্যাচও। পুমাসের বিপক্ষে ম্যাচের পর আগামী সোমবার অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে তারা।
আপনার মতামত লিখুন :