ইন্টার মিয়ামির মিডফিল্ডের প্রাণভোমরা সার্জিও বুস্কেটস তার ফুটবল জীবনের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি এখন অবসরের খুব কাছাকাছি।
এই খবরে ফুটবল মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি মেসির সঙ্গে মিয়ামিতে তার স্বপ্নের জুটি শেষ হতে চলেছে?
২০২৩ সালে বার্সেলোনা ছেড়ে মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিয়েছিলেন বুস্কেটস। সেখানে তার পুরোনো সতীর্থ লিওনেল মেসি এবং জর্ডি আলবা-র সঙ্গে আবারও এক হন।
মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে বুস্কেটস ক্লাবের মিডফিল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। ক্লাবটির হয়ে তিনি সম্প্রতি ১০০ ম্যাচ খেলার মাইলফলকও অর্জন করেছেন।
নিজের ভবিষ্যৎ নিয়ে বুস্কেটস বলেন, ‘আমি নতুন একটি ক্লাব ও নতুন পরিবেশে নিজের খেলোয়াড়ি জীবন এবং পারিবারিক জীবন উপভোগ করতে চেয়েছিলাম।
অনেক কিছু শেখার ছিল এবং আমার অভিজ্ঞতাগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ারও সুযোগ পেয়েছি। এই মাইলফলক অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত।’
বর্তমানে মিয়ামির সঙ্গে তার চুক্তির শেষ পর্যায়ে রয়েছেন বুস্কেটস। চুক্তি নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো কোনো খবর নেই। বার্সেলোনা ছাড়ার সময়ই আমি জানতাম যে আমি আর স্পেন বা ইউরোপের কোনো ক্লাবে ফিরে যাব না। আমি এখন খেলার চেয়ে অবসরের অনেক কাছাকাছি আছি। তবে চুক্তি নবায়ন বা অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। যখন সময় হবে, তখন আমরাই তা জানাব।’
বুস্কেটস, মেসি এবং জর্ডি আলবা বর্তমানে ইন্টার মিয়ামির ‘ডিজাইনেটেড প্লেয়ার’ হিসেবে রয়েছেন। মৌসুম শেষে বুস্কেটস যদি মিয়ামি ছেড়ে যান, তাহলে তার জায়গায় নতুন খেলোয়াড় কেনার সুযোগ পাবে ক্লাবটি।
এদিকে, মিয়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো তার অন্যতম সেরা খেলোয়াড়কে দলে ধরে রাখতে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘বুস্কেটস শুধু ফুটবলের ইতিহাসে নয়, আমাদের ক্লাবের ইতিহাসেরও খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।
সে আমার ব্যক্তিগত পছন্দের একজন। শুধু তাকে কাছ থেকে দেখার জন্যই আমি বার্সেলোনায় গিয়েছিলাম।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন