ডি-এফবি পোকালে যেন কোনো অঘটন না ঘটে, তা নিশ্চিত করলেন হ্যারি কেইন। শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে ৩-লিগার ক্লাব এসভি ওয়েহেনের বিপক্ষে কষ্টার্জিত জয় নিয়ে পরের রাউন্ডে উঠেছে বায়ার্ন মিউনিখ।
এসভি ওয়েহেনের দারুণ প্রতিরোধ ভাঙতে বায়ার্নের লেগেছে প্রায় পুরো ৯০ মিনিট। শেষ পর্যন্ত অবশ্য হ্যারি কেইনের জাদুকরি হেডে জয় নিশ্চিত হয়।
ম্যাচের শুরুতেই একটা পেনাল্টি নিয়ে বিতর্ক তৈরি হলেও, রেফারি তা উপেক্ষা করেন। খেলার ১৬তম মিনিটে প্রথম গোলটি আসে বায়ার্নের হয়ে, সেটাও পেনাল্টি থেকে।
রায়ান জোহানসন ডি-বক্সের মধ্যে বায়ার্নের সাচা বোয়ের ওপর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেলান্টি কিক থেকে গোল করতে ভুল করেননি ইংলিশ অধিনায়ক কেইন।
প্রথমার্ধে বায়ার্নের খেলোয়াড় লুইস দিয়াজ ও রাফায়েল গেরেইরোর কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাইকেল ওলিসে বায়ার্নকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। মনে হচ্ছিল, বায়ার্ন সহজেই ম্যাচ জিতবে।
কিন্তু এসভি ওয়েহেন হাল ছাড়েনি। তাদের অধিনায়ক ফাতিহ কায়া একাই ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল করে সমতা ফেরান। ম্যাচের ৬৪তম মিনিটে প্রথম গোলটি করেন এবং দ্বিতীয় গোলটি আসে বায়ার্নের হাই-লাইন রক্ষণকে পরাস্ত করে।
শেষ পর্যন্ত জয়ী গোলটি আসে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। শেষ মুহূর্তে জসিপ স্ট্যানিসিচের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে বায়ার্নের জয় নিশ্চিক করেন হ্যারি কেইন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন