এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয় পেলেও, সেই পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন অনেকেই।
শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে খেলতে আসা বাংলাদেশের কাছে আরও দুর্দান্ত পারফরম্যান্স আশা করা হয়েছিল। তাই আজ বাংলাদেশের জন্য একটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
গত কয়েক বছরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বেশ কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকে শুরু করে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের 'টাইমড আউট' ঘটনা, সব মিলিয়ে দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ম্যাচ নিয়ে হাইপ তৈরি হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে গত দশ বারের মুখোমুখি লড়াইয়ে দুই দলই সমান পাঁচটি করে ম্যাচ জিতেছে। তবে শেষ দুটি ম্যাচে জয় পাওয়ায় কিছুটা আত্মবিশ্বাসী অবস্থানে আছে বাংলাদেশ।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অষ্টম এবং শ্রীলংকা দশম স্থানে ছিল। এরপর থেকে এই অবস্থান পরিবর্তন হয়েছে। বর্তমানে র্যাঙ্কিংয়ে শ্রীলংকা অষ্টম এবং বাংলাদেশ নবম স্থানে রয়েছে।
তাদের উপরে আছে আফগানিস্তান। এই তিনটি দলের শক্তি-সক্ষমতা প্রায় কাছাকাছি এবং এশিয়া কাপে তারা একই গ্রুপে খেলছে।
বাংলাদেশ দলের ডানহাতি পেসার তানজিম হাসান গতকাল সাংবাদ সম্মেলনে বলেন, যে দলের বিপক্ষেই খেলি না কেন, জেতাটাই আসল। আমরা জেতার জন্যই মাঠে নামব।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন