চলতি এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ ও অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে আজ রাতে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি দুই দলের জন্যই কার্যত বাঁচা-মরার লড়াই।
এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে কোন দল ভারতের বিপক্ষে মেগা ফাইনালের টিকিট কাটবে। যে দল হারবে, তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত।
বাংলাদেশের বিপক্ষে নামার আগে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট একাদশে কিছু পরিবর্তন আনতে পারে। তবে তাদের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হলো মিডল অর্ডারে রানের খরা।
টানা তিন ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থতার পর সাইম আইয়ুবকে সরিয়ে ওপেনিং জুটি হিসেবে ফখর জামান এবং সাহিবজাদা ফারহানকে এই ম্যাচেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে, দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো মিডল অর্ডার ব্যাটিংয়ের দুর্বলতা। অধিনায়ক সালমান আগার ব্যাটে বড় রান নেই।
অন্যদিকে, উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ হারিস ধারাবাহিকতার অভাব নিয়ে ভুগছেন। তার ব্যাটিং পজিশনও স্থির নয়; কখনো টপ অর্ডারে, আবার কখনো লোয়ার মিডল অর্ডারে খেলছেন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন