বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় এবং সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবার নতুন এক মিশনে নামতে চলেছেন। কানাডার জনপ্রিয় সুপার সিক্সটি টুর্নামেন্টে তিনি মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে মাঠ মাতাবেন।
আগামী ৮ অক্টোবর পর্দা উঠবে এই রোমাঞ্চকর টুর্নামেন্টের, যা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। সুপার সিক্সটি আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে শুধু সাকিব আল হাসান নন, আরও একাধিক আন্তর্জাতিক তারকা ক্রিকেটার খেলবেন।
মন্ট্রিয়াল টাইগার্সের স্কোয়াডে সাকিবের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার ইসুরু উদানা, অস্ট্রেলিয়ার গতি তারকা অ্যান্ড্রু টাই এবং ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার টম মুরস।
এ ছাড়াও রয়েছেন জশ ব্রাউন, নিক হবসন, রায়ান হিগিন্স, জুনায়েদ সিদ্দিকীসহ বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল দেশি ও বিদেশি খেলোয়াড়।
মন্ট্রিয়াল টাইগার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড হলো: সাকিব আল হাসান (আইকন), জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন