রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে কেশব মহারাজের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। প্রথম দিন শেষে ২৫৯/৫ সংগ্রহ করা স্বাগতিকরা দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগেই গুটিয়ে যায় মাত্র ৩৩৩ রানে।
দ্বিতীয় দিনের শুরুতে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে রীতিমতো ধ্বংস নামান মহারাজ। শেষ ৭৪ রানে পাকিস্তান হারায় বাকি ৫ উইকেট, যার বেশিরভাগই মহারাজের শিকার।
মাত্র ১০২ রানের বিনিময়ে তিনি তুলে নেন ৭ উইকেট। আর এই পারফরম্যান্সের সুবাদেই একাধিক নতুন কীর্তি গড়েছেন তিনি।
পাকিস্তানে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড এখন কেশব মহারাজের দখলে। তিনি ভেঙে দিয়েছেন পল অ্যাডামসের রেকর্ড।
২০০৩ সালে লাহোর টেস্টে অ্যাডামস ১২৮ রান খরচ করে নিয়েছিলেন ৭ উইকেট। এবার মহারাজ মাত্র ১০২ রানে ৭ উইকেট নিয়ে সেই রেকর্ডকে অতীত করে দিলেন।
৭ উইকেট নিয়ে আরও একটি বড় মাইলফলক ছুঁয়েছেন মহারাজ। তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম স্পিনার হিসেবে টেস্টে এশিয়ার মাটিতে ৫০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন। শুধু তাই নয়, নাথান লায়নের পর এশিয়ার বাইরের দ্বিতীয় বোলার হিসেবে এশিয়ার মাটিতে একাধিকবার ইনিংসে ৭ উইকেট শিকারের নজিরও গড়লেন এই স্পিনার।
এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ১২৯ রানের বিনিময়ে ৯ উইকেট নিয়েছিলেন তিনি, যা টেস্টে তার সেরা বোলিং ফিগার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন