পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে কীর্তি গড়েছেন রিশাদ হোসেন।
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচে এ কীর্তি গড়েন রিশাদ। যদিও এদিন বল হাতে বেশ খরুচে ছিলেন এই লেগি।
এদিন রিশাদ ৪ ওভার বল করে ৪৫ রান খরচ করে নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। ইনিংসের সপ্তম ওভারে বোলিং করতে এসে নিজের প্রথম ওভারে ১০ রান এবং এবং দ্বিতীয় ওভারে দেন ১২ রান।
তবে শেষ দুই ওভারে কিছুটা ছন্দে ফেরেন টাইগার স্পিনার। উসমান খান ও অ্যাস্টন টার্নারকে সাজঘরে ফেরান তিনি।
এদিন আগে ব্যাট করে মুলতান সুলতান ২২৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় রিশাদের লাহোর কালান্দার্স।
ম্যাচ হারলেও রিশাদের জন্য দিনটি বিশেষভাবে স্মরণীয়। এই ম্যাচসহ চলতি আসরে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ, যা পিএসএলে কোনো বাংলাদেশি বোলারের জন্য সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের—তবে তারা দুজনেই অন্তত দুটি মৌসুমে এই সংখ্যক উইকেট পেয়েছিলেন, যেখানে রিশাদ তা করে দেখালেন মাত্র তিন ম্যাচেই।
এ ছাড়া চলতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন রিশাদ। তার উপরে আছেন জেসন হোল্ডার (১১ উইকেট) ও হাসান আলী (১০ উইকেট) ।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন