বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৫ মে) দুদকের প্রধান কার্যালয়ে এই মামলা দায়ের করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ দীর্ঘ দিন ধরে দুদকের অনুসন্ধানে ছিল।
অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় কমিশন এই মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিসিবির পরিচালক থাকাকালীন ইসমাইল হায়দার মল্লিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।
এছাড়া, তার ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা মানি লন্ডারিংয়ের শামিল হতে পারে বলে দুদক সন্দেহ করছে।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মামলার তদন্তে ইসমাইল হায়দার মল্লিকের স্থাবর ও অস্থাবর সম্পদ এবং তার আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।
উল্লেখ্য, ইসমাইল হায়দার মল্লিক বিসিবির একজন প্রভাবশালী পরিচালক হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে এই মামলা ক্রিকেট অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এর আগে বিসিবির আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও এই প্রথম কোনো সাবেক পরিচালকের বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করলো দুদক।
আপনার মতামত লিখুন :