টাইগারদের পেস মিশনকে আরও ধারালো করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন সাবেক অজি আগুন শন টেইটকে।
৪২ বছর বয়সী এই সাবেক অজি তারকার সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। চলতি মাসের শেষ দিকেই দলের সঙ্গে কাজ শুরু করবেন টেইট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অভিজ্ঞ এই কোচের আগমন তরুণ পেসারদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠবে।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত শন টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে তিনি ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
বোলিং কোচ হিসেবে পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর সঙ্গে কাজ করেছেন টেইট। একই সঙ্গে তিনি বিপিএল, পিএসএল, বিবিএল, এলপিএল ও ইংলিশ কাউন্টির বিভিন্ন দলে অভিজ্ঞতা অর্জন করেছেন।
বিপিএলের সর্বশেষ আসরে তিনি চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন, যেখানে ২০১২-১৩ মৌসুমে খেলোয়াড় হিসেবেও প্রতিনিধিত্ব করেছিলেন।
বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত টেইট বলেন, ‘এখন বাংলাদেশ ক্রিকেট দলে যুক্ত হওয়ার উপযুক্ত সময়। এটি যেন এক নতুন যুগের সূচনা। তরুণ পেসারদের নিয়ে অনেক আশাবাদী আমি। তবে মনে রাখতে হবে, এটা উন্নয়নমূলক দল নয়—আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সই মুখ্য।’
তিনি আরও বলেন, ‘ফিল সিমন্সের সঙ্গে কাজ করতে পারা বাড়তি রোমাঞ্চের। সামনের যাত্রা নিয়ে আমি দারুণভাবে আশাবাদী।’
টাইগারদের পেস ইউনিটে টেইটের যুক্ত হওয়া একটি নতুন বার্তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, তরুণ পেসারদের পারফরম্যান্স ঘিরে দেশের ক্রিকেটে যে আশার আলো জ্বলছে, তা আরও প্রজ্জ্বলিত হওয়ার ইঙ্গিত মিলছে এই নিয়োগে।
আপনার মতামত লিখুন :