বুধবার, ১৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৫, ১১:০৭ এএম

পাকিস্তান সফর নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৫, ১১:০৭ এএম

পাকিস্তান সফর নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় টাইগাররা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরটি আদৌ হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে সরকারের অনুমতি এবং নিরাপত্তা সংস্থাগুলোর সুপারিশের ওপর। 

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে না।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, পাকিস্তানে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। 

তবে সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে গেছে। পিএসএলের নতুন সূচি অনুযায়ী, ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে, যেদিন বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি খেলার কথা ছিল।

এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে নতুন করে সিরিজের সংশোধিত সূচি পাঠিয়েছে। সেখানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ রাখা হয়েছে ২৭ মে, এবং শেষ ম্যাচ ৫ জুন।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, ‘সরকারি নিরাপত্তা সংস্থা এবং ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের মতামতের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব।

ট্যুরের নতুন তারিখ ও ভেন্যু পেলে আমরা তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাব। যদি সব পক্ষ সফরকে নিরাপদ মনে করে, তবেই আমরা পাকিস্তানে যাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের আগের সভায় সিদ্ধান্ত হয়েছে, এমন যেকোনো আন্তর্জাতিক সফর নিয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে।

অতীতে নিরাপত্তা নিয়ে অনেক উদ্বেগ থাকলেও পাকিস্তান এখন প্রমাণ করেছে যে তারা নিরাপত্তা দিতে সক্ষম। তবুও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের দেখতে হবে, গোটা দেশে স্থিতিশীলতা আছে কি না।’

পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। শারজাহতে ১৭ ও ১৯ মে হবে ওই দুটি টি-টোয়েন্টি। এরপর ২১ মে লাহোরে পৌঁছানোর কথা দলের।

তবে সবকিছু নির্ভর করছে সরকারের চূড়ান্ত অনুমোদনের ওপর। অনুমতি পেলেই আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা দেবে বিসিবি।

রূপালী বাংলাদেশ

Link copied!