দীর্ঘ পাঁচ মাস পর টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শনিবার শারজায় স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
লম্বা বিরতির পর এই ফরম্যাটে ফিরলেও, ক্রিকেটাররা এর মাঝে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রায় সব ক্রিকেটারই অংশ নিয়েছেন। এ ছাড়াও, পেসার নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন খেলেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
অন্যদিকে, শান্ত-সৌম্যরা দেশে অনুশীলন করেছেন। তবে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে, তা নিয়ে চলছে জল্পনা।
দলের দুটি জায়গা নিয়ে তেমন কোনো সংশয় নেই। যদি কোনো অপ্রত্যাশিত চোট না থাকে, তাহলে অধিনায়ক লিটন দাস এবং সহঅধিনায়ক শেখ মেহেদী হাসানের একাদশে থাকা নিশ্চিত।
যদিও লিটন সম্প্রতি ব্যাটে ধারাবাহিকতা দেখাতে পারেননি, তবে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে এটি তার প্রথম ম্যাচ। বাকি ৯টি স্থানের জন্য বেশ কয়েকজন ক্রিকেটার লড়াইয়ে রয়েছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব/হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
আপনার মতামত লিখুন :