বিদেশের মাটিতে আরেকবার ধাক্কা খেল টাইগাররা। প্রথমবারের মতো আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ।
গতকাল বুধবার শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। প্রথমে ব্যাট করে ১৬২ রানের পুঁজি দাঁড় করালেও তা আমিরাতের সামনে যথেষ্ট হয়নি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস নিজেদের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘অবশ্যই আমরা যথেষ্ট ভালো ছিলাম না। এখানে এলে সবসময় ম্যাচ জেতার ভাবনা নিয়েই আসবেন আপনি।
এগুলো আসলে জীবনেরই অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, মাঝেমধ্যে প্রতিপক্ষ অনেক ভালো খেলবে। ফলে তাদেরও (আমিরাতকেও) কৃতিত্ব দিতে হবে।’
লিটন মূলত ব্যাটিং ইউনিটের ব্যর্থতাকেই বড় করে দেখছেন। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে আমরা কিছু ভুল করেছি। আজকে আমার মনে হয় আমরা পর্যাপ্ত ভালো রান পাইনি যেমনটা এই উইকেট, কন্ডিশনে ৩ ম্যাচ বিবেচনায় আমরা পেতে চেয়েছিলাম। পরে বল করায় শিশিরও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।’
তবে সিরিজ থেকে কিছু ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন লিটন। তিনি পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের ব্যাটিংয়ের প্রশংসা করেন।
এছাড়া কিছু ম্যাচে জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়ের রান করা এবং মাঝের ওভারে কয়েকজন বোলারের ভালো পারফরম্যান্সকেও ইতিবাচক হিসেবে দেখেন তিনি।
লিটন বলেন, ‘আমাদের আরও শিখতে হবে এবং ম্যাচে সেসব কাজে লাগাতে হবে। ধাক্কা খেতে খেতেই দল একসময় ভালো পারফরম্যান্স করবে।’
আরব আমিরাতের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে লিটন বলেন, ‘তারা আজকে সত্যিই দারুণ খেলেছে। শুরুর দিকে তারা বেশ ভালো বোলিং করায় আমরা বেশি রান করতে পারিনি। ব্যাটিংয়ে তাদের শিশির কিছুটা সাহায্য করেছে হয়তো।
তবে তাদের কৃতিত্ব দিতেই হবে। তাদের মধ্যে যে ব্যাট করুক না কেন, কেউই ঘাবড়ে যায়নি।’