ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

পাকিস্তান সিরিজ নিয়ে সিমন্সের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০২:১২ পিএম
বাংলাদেশ জাতীয় দলের কোচ ফিল সিমন্স। ছবি: সংগৃহীত

আরব আমিরাতের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের পর পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য এক নতুন চ্যালেঞ্জ।

মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকলেও বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স মনে করছেন, এটাই নিজেদের সেরা ক্রিকেট উপহার দেওয়ার এবং সিরিজ জয়ের সেরা সময়। 

গতকাল সোমবার সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ পাকিস্তানকে সমীহ করলেও ক্যারিবিয়ান এই কোচের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর।

ফিল সিমন্স বলেন, ‘এটা পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর সেরা সময় কি না জানি না। তবে আমাদের সেরা ক্রিকেট খেলার জন্য এটা সেরা সময়। আমরা সিরিজ জিততে এসেছি।

যেকোনো সময়েই পাকিস্তান ভয়ংকর দল। সহজভাবে নেওয়া যাবে না। যেকোনো দিন তারা ভালো খেলতে পারে।’

পাকিস্তান ইদানীং ভালো না খেললেও সিমন্স মনে করেন, ‘পাকিস্তান তো পাকিস্তানই।’ সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হার হতাশাজনক হলেও দল মানসিকভাবে চাঙ্গা এবং মোরাল বেশ ভালো আছে বলে তিনি জানান।

 সিমন্স বিশ্বাস করেন, সিরিজ জয়ের দারুণ একটি সুযোগ আছে।

রিশাদের পিএসএল অভিজ্ঞতা প্রসঙ্গে সিমন্স বলেন, ‘হ্যাঁ, পিএসএলের অভিজ্ঞতা সহায়তা করতে পারে। আমরা এখানকার কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, এখানে কয়েকজন পিএসএল খেলেছে, শন টেইট, মুশিরা (মুশতাক আহমেদ) পিএসএলে ছিল। ওদের কাছ থেকে তথ্য, অভিজ্ঞতা নিতে পারব এবং সিদ্ধান্ত নিতে পারব।

এদিকে, খেলোয়াড় বা কোচ হিসেবে পাকিস্তানে আগেও এসেছিলেন সিমন্স। ভারতের বিপক্ষে সামরিক উত্তেজনার পর পাকিস্তানে এসে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানে আমার সব স্মৃতিই সুখকর।’

পাকিস্তানে খেলতে খুব ভালো লাগত। তখন বাইরে ঘোরাফেরার স্বাধীনতা ছিল। গত বছর করাচিতে বেশ উপভোগ করেছি। আবারও আসতে মুখিয়ে ছিলাম।