ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৩:৩৮ পিএম
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন আমিনুল ইসলাম বুলবুল। 

এরই মধ্যে বোর্ড পরিচালকদের সঙ্গে মিটিং সেরেছেন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন। 

তবে এই ব্যস্ততার মাঝেই জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন।

বুলবুলের পুরো পরিবার দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছে। দেশের ক্রিকেটের দায়িত্ব কাঁধে নিতে তিনি বাংলাদেশে ফিরলেও তার পরিবার সেখানেই রয়েছেন। 

তাই ঈদকে সামনে রেখে পরিবারের সান্নিধ্যে যেতেই তার এই অস্ট্রেলিয়া সফর।

এদিকে, আজ মঙ্গলবার রাতেই দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি। তবে ঠিক কবে নাগাদ তিনি আবার দেশে ফিরবেন, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, ঈদের পরই আইসিসির একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দেবেন বুলবুল এবং এরপরই তিনি ঢাকায় ফিরবেন।