কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। দলের বিপর্যয়ে ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছে লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।
আজ বুধবার (২ জুলাই) সিরিজের প্রথম খেলায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। দলীয় ৫ ও ১১ রানের মাথায় দলের দু ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে আসালঙ্কার দল।
শ্রীলঙ্কার হয়ে চার নম্বরে ব্যাট করতে নামেন চারিথ আসালঙ্কা। স্কোর বোর্ডে যখন ৬.১ বলে ২৯ রানে নেই ৩ উইকেট তখনি ব্যাট হাতে ক্রিজে আসেন লঙ্কান কাপ্তান।
কুশল মেন্ডিসকে সাথে নিয়ে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠার পরই বল হাতে হাজির হন তানভীর ইসলাম। তার ওডিআই ম্যাচের প্রথম শিকার কুশল মেন্ডিস।
১৮.৬ বলে দলীয় ৮৯ রানের মাথায় মেন্ডিসকে হারায় শ্রীলঙ্কা, আউট হওয়ার আগে এই ডানহাতি ব্যাটার ৪৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৫ রান সংগ্রহ করেন।
কুশল আউট হলেও একপাশ আগলে রেখে নিজের ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক তুলে নেন আসালঙ্কা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২৭. ১ বলে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান।
২৭ বলে ১৭ রান নিয়ে ব্যাট করছেন জানিথ লিয়ানাগে এবং ৬৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৮ রানে দলকে টেনে নিয়ে যাচ্ছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।
বল হাতে বাংলাদেশের হয়ে ২টি উইকেট সংগ্রহ করেন তাসকিন আহমেদ ও একটি করে উইকেট সংগ্রহ করেন তানজিম হাসান সাকিব এবং তানভীর ইসলাম।
আজকের খেলায় একনজরে দুই দলের একাদশ
শ্রীলঙ্কা: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
আপনার মতামত লিখুন :