বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৯:৫৮ এএম

ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ আরোহী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৯:৫৮ এএম

উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।    ছবি- সংগৃহীত

উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। ছবি- সংগৃহীত

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির উপকূলে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, এখন পর্যন্ত ২৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাতে (২ জুলাই) ‘কেএমপি তুনু প্রত্যমা জয়া’ নামের ফেরিটি পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে যাত্রা শুরু করে। ফেরিটি বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে। যাত্রা শুরুর মাত্র ৩০ মিনিট পরেই ফেরিটি সমুদ্রে ডুবে যায়।

বিবৃতিতে আরও জানানো হয়, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ১৪টি ট্রাকসহ মোট ২২টি যানবাহন ছিল। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামা পুত্র জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া অনেকেই ঢেউয়ের সঙ্গে দীর্ঘ সময় লড়াই করে ভেসে ছিলেন এবং তাদের অনেকেই অচেতন অবস্থায় উদ্ধার হন।

রাত থেকেই ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ৯টি উদ্ধার নৌযান, যার মধ্যে রয়েছে ২টি টাগ বোট এবং ২টি রাবার বোট। উদ্ধারকাজ এখনো চলছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে দেশটির নৌবাহিনী ও উদ্ধারকারীরা।

উদ্ধার হওয়া যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। ফেরিটি কী কারণে ডুবে গেল- তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!