কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের আটকে দেয় বাংলাদেশ। এখন জয়ের স্বপ্ন দেখছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শ্রীলঙ্কার হয়ে ইনিংসের হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ইনিংসের পঞ্চম ওভারে ব্যাট করতে নেমে খেলেন ১২৩ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।
তবে শুরুটা শ্রীলঙ্কার ছিল হতাশাজনক। মাত্র ২৯ রানেই হারায় ৩ উইকেট। এরপর আসালাঙ্কা ও কুশাল মেন্ডিস ৬০ রানের চতুর্থ উইকেট জুটি গড়েন। মেন্ডিস করেন ৪৩ বলে ৪৫ রান।
পরে জেনিথ লিয়ানাগে (২৩), মিলান রত্নায়েকে (১৯) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২২) সহ-অধিনায়কের সঙ্গে গড়া বিভিন্ন জুটিতে স্কোর এগোয় আড়াইশোর কাছাকাছি। শেষ ওভারের প্রথম বলেই আউট হন আসালাঙ্কা।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ, ৮.২ ওভারে ৪৭ রানে ৪ উইকেট শিকার করেন। তাঁর সঙ্গে সমানতালে লড়েন তানজিম হাসান সাকিব, ১০ ওভারে ৪৬ রানে নেন ৩ উইকেট।
আপনার মতামত লিখুন :