শ্রীলঙ্কার মাটিতে যেকোনো ফরম্যাটে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
টেস্ট ও ওয়ানডে সিরিজে বাজে পারফরম্যান্সের পর এমন জয় নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রাণ ফিরিয়েছে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট তুলে নেন শেখ মেহেদি। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৬.৩ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।
সিরিজ জয়ের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস দলের জয়ের পেছনের মূল কারণ হিসেবে আত্মবিশ্বাসকে তুলে ধরেছেন।
তার মতে, জয়ই দলের চেহারা পাল্টে দেয় এবং ক্রিকেটারদের উজ্জীবিত করে। লিটন বলেন, যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনিতেই দলের চেহারা চেঞ্জ হয়ে যায়, বুস্ট আপ হয় সবাই।
বিশেষ করে দ্বিতীয় টি-টোয়েন্টির বড় ব্যবধানের জয় থেকেই এই আত্মবিশ্বাসের শুরু বলে মনে করেন লিটন। তিনি উল্লেখ করেন, আগের ম্যাচটা দেখেন, বড় ব্যবধানে জয়।
যেকোনো দিন আপনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৮৩ রানে জিতবেন মানে এটা অনেক বড় জয়। আমার মনে হয় আত্মবিশ্বাসটা সবার ভেতরে ছিল।
পুরো দল হিসেবে আমরা বিশ্বাস করি যে, ভালো ক্রিকেট খেললে জিততে পারব। আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা পেয়েছে।
নিজের ১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট অভিজ্ঞতাকেও আত্মবিশ্বাসের অন্যতম উৎস হিসেবে দেখেন বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেন, বিশ্বাস তো সবসময় আছে। সর্বশেষ ১০ বছর ধরে ক্রিকেট খেলছি, বিশ্বাসের কমতি কখনোই ছিল না। তাই আমার মনে হয় একে তো হচ্ছে ক্ষুধা, যেহেতু অনেকদিন ধরে রান করছিলাম না।
চেষ্টা করছিলাম যে, সুযোগটা কখন আসবে, ওই সুযোগটা কীভাবে লুফে নিতে পারি। আমার মনে হয় ওইটার পাশাপাশি প্লাস পয়েন্ট ছিল দ্বিতীয় টি-টোয়েন্টিটা।