রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ শোক কর্মসূচি হাতে নিয়েছে। একই সাথে বিসিবি এই ঘটনায় গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির আওতাধীন সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
সন্ধ্যা ৬টায় শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দুই দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ অফিসিয়ালরা কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবেন। ম্যাচের সময় স্টেডিয়ামে কোনো রকম সংগীত বাজানো হবে না বলে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘এই শোকাবহ মুহূর্তে আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। গোটা জাতির সঙ্গে আমরাও এই দুঃখে একাত্ম।’
জাতীয় শোক দিবস এবং সাম্প্রতিক এই দুঃসহ দুর্ঘটনার আবহে বিসিবির এমন মানবিক ও গঠনমূলক পদক্ষেপ ক্রীড়াঙ্গনেও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।