ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

টিকিটের আয় মাইলস্টোন ও জুলাই যোদ্ধাদের দান করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৬:০২ পিএম
বিসিবির লোগো, মাইলস্টোন ট্র্যাজেডি এবং জুলাই গণঅভ্যুত্থান। ছবি- সংগৃহীত

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ থেকে টিকিট বিক্রির সমস্ত আয় মাইলস্টোন ও জুলাই যোদ্ধাদের দান করবে বিসিবি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে।

ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ানোর এক মহৎ সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সমস্ত আয় মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবার এবং জুলাই যোদ্ধাদের দান করা হবে।

২০২৪ সালের জুলাই মাসে দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে তৎকালীন আওয়ামী সরকারের পতন ঘটেছিল। সেই আন্দোলনে প্রায় ২ হাজারের কাছাকাছি মানুষ শহিদ হন, যাদের বেশিরভাগই ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

অপরদিকে গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক বিমান দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটে এবং আরও অনেকে আহত হয়ে চিকিৎসাধীন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অধিকাংশই শিশু। বিসিবি এই শিশুদের পরিবারের প্রতি সংহতি জানিয়ে টিকিট বিক্রির সম্পূর্ণ আয় তাদের সাহায্যে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে।