ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বিসিবি সভাপতির সাথে কি আলোচনা হলো সালাহ উদ্দীনের?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৫:৫০ পিএম
বিসিবির সভাপতি ও মোহাম্মদ সালাহ উদ্দীন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগদানের পর থেকে মোহাম্মদ সালাহ উদ্দীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরে অনেক পরিবর্তন দেখেছেন।

এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি হলো এ বছরের মে মাসে বিসিবির সভাপতির পদে ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলের আগমন।

নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের পর সালাহ উদ্দীন ও বুলবুলের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠক বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার করেছে।

সম্প্রতি, নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনকে ডেকেছিলেন।

এই বৈঠকের বিষয়বস্তু জানতে চাওয়া হলে সালাহ উদ্দীন বিস্তারিত কিছু খোলাসা করেননি, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা ইতিবাচক ছিল।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসব আসলে প্রকাশ্যে বলা যাবে না। আমার মনে হয় একটা ভালো দিক, যেকোনো পরিস্থিতিতে বোর্ড আমাকে ভালো সহায়তা করছে, যেন কাজের দিকে বেশি মনোযোগ রাখি।

সালাহ উদ্দীন আরও বলেন, ক্রিকেটে তিনটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে—খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং কর্মকর্তা। এই তিন অংশের মধ্যে সঠিক সমন্বয়ের ওপরই বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক অগ্রগতি নির্ভর করে।

তিনি উল্লেখ করেন, সমন্বয়টা যদি ঠিকমতো হয়, তাহলে হয়তো আমাদের ক্রিকেট এগোবে। এসব নিয়েই কথা হয়েছে।

আমিনুল ইসলাম বুলবুল গত ৩০শে মে বিসিবির ১৬তম সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি এবং ফারুক আহমেদই একমাত্র ক্রিকেটার, যারা বিসিবি প্রধানের দায়িত্ব পালন করেছেন।

বুলবুল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং দীর্ঘদিন আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আফগানিস্তানের মতো দল বর্তমানে যে শক্তিশালী অবস্থানে এসেছে, তাতে বুলবুলের অসাধারণ অবদান অনস্বীকার্য।

মোহাম্মদ সালাহ উদ্দীন নতুন বিসিবি সভাপতির ক্রিকেট জ্ঞানের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, বোর্ড সভাপতি বুলবুল ভাই নিজেও ক্রিকেটার ছিলেন। তিনি জানেন আসলে কী কী লাগবে। খুবই জ্ঞানী মানুষ। তাঁর ইচ্ছা আছে।