ক্রিকেট ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, ৩০ জুলাই ছিলো অনেক গুরুত্বপূর্ণ ও আবেগঘন ঘটনার সাক্ষী। জন্মদিন, রেকর্ড, আত্মহত্যা থেকে শুরু করে অবিশ্বাস্য কীর্তি—সবই জড়িয়ে আছে এই দিনে।
চলুন ফিরে দেখা যাক আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ক্রিকেটীয় মুহূর্ত।
জেমস অ্যান্ডারসনের জন্ম (১৯৮২)
ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন আজ ৪৩ বছরে পা রাখলেন। মাত্র ২০ বছর বয়সে ২০০৩ সালে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অভিষেকেই আলো ছড়ান তিনি।
এরপর টেস্টে প্রথম পাঁচ উইকেট নেন লর্ডসে। শুরুতে কিছুটা ছন্দ হারালেও ২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭/৪৩ নিয়ে শুরু হয় তার আসল সফলতা।
২০১৫ সালে ইয়ান বোথমকে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারী হন তিনি। ২০১৭ সালে ‘৫০০ ক্লাব’-এ ঢোকেন, আর ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে স্পর্শ করেন অবিশ্বাস্য ৬০০ উইকেট।
অ্যান্ডারসন টেস্ট ক্রিকেট ছাড়েন ২০২৪ সালে, ৪২ বছর বয়সে, রেখে যান ৭০৪ উইকেট ও ১৮৮ টেস্ট—যা ভবিষ্যতে কেউ স্পর্শ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যায়।
ডমিনিক কর্কের হ্যাটট্রিক (১৯৯৫)
ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ দিনের শুরুতেই ডমিনিক কর্ক নেন এক ঐতিহাসিক হ্যাটট্রিক—১৯৫৭ সালের পর ইংল্যান্ডের প্রথম হ্যাটট্রিককারী বোলার তিনি।
উইকেট: রিচি রিচার্ডসন (বোল্ড), জুনিয়র মারি (এলবিডব্লিউ), কার্ল হুপার (এলবিডব্লিউ)। সেই ম্যাচেই ব্যাট হাতে প্রথম ইনিংসে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেন কর্ক।
আলবার্ট ট্রটের আত্মহত্যা (১৯১৪)
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দেশের হয়েই টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার আলবার্ট ট্রট আজকের দিনে আত্মহত্যা করেন। লর্ডসে প্যাভিলিয়নের উপর দিয়ে বল মারার একমাত্র ইতিহাস তিনিই গড়েছেন।
জর্জ চ্যালেনারের মৃত্যু (১৯৪৭)
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি জর্জ চ্যালেনার প্রয়াত হন এই দিনে। ইংল্যান্ডের বিপক্ষে ১৯২৮ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রথম অফিসিয়াল টেস্ট ম্যাচে খেলেন, তখন তার বয়স ছিল প্রায় ৪০।
রয়ের দুর্ভাগ্য (১৮৯২)
অস্ট্রেলিয়ান ব্যাটার রয় পার্ক জন্মগ্রহণ করেন আজকের দিনে। শোনা যায়, তার স্ত্রী যখন এমসিজিতে বসে তার খেলা দেখছিলেন, তখন একটি বলেই আউট হয়ে যান পার্ক—আর সেটাই হয়ে থাকে তার একমাত্র টেস্ট ইনিংস।
চার্লি অ্যাবসলমের মর্মান্তিক মৃত্যু (১৮৮৯)
আজকের এ দিনে ইংল্যান্ডের টেস্ট খেলা ব্যাটার চার্লি অ্যাবসলম মারা যান এক ভয়াবহ দুর্ঘটনায়। ত্রিনিদাদে একটি ক্রেনের নিচে পড়ে চিনি ভর্তি বাক্সে চাপা পড়ে তার মৃত্যু হয়।
ডিন ব্রাউনলির জন্ম (১৯৮৪)
অস্ট্রেলিয়ায় জন্ম হলেও নিউজিল্যান্ডের হয়ে খেলেন ডিন ব্রাউনলি। ২০১১ সালে টেস্ট অভিষেক করেন এবং কেপটাউনে করেন একমাত্র শতক।
তবে নিয়মিত দলে জায়গা করে নিতে পারেননি এই ব্যাটার।
ওয়েইন পার্নেলের জন্ম (১৯৮৯)
দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার ওয়েইন পার্নেল ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন।
যদিও ইনজুরি ও ধারাবাহিকতার অভাবে দীর্ঘমেয়াদি সফলতা আসেনি। ২০১৫-১৬ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে আবারও আলো ছড়ান।
আজকের এই দিনটি তাই শুধুই জন্ম বা মৃত্যু নয়—এটি স্মরণ করিয়ে দেয় ক্রিকেটের গল্প, রেকর্ড, আবেগ ও ইতিহাসের বহুমাত্রিকতা।