মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর গামিনী ডি সিলভার সঙ্গে চুক্তি নবায়ন করলেও তার বিকল্প খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একই সঙ্গে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সিলেটকে বেছে নেওয়া হয়েছে। এই সিরিজে ভালো ব্যাটিং উইকেট তৈরি করে নিজেদের প্রস্তুতির সেরা সুযোগটি কাজে লাগাতে চায় বিসিবি।
গত এক যুগেরও বেশি সময় ধরে মিরপুরের কিউরেটর হিসেবে কাজ করছেন শ্রীলঙ্কার গামিনী ডি সিলভা। তবে তার তৈরি করা স্লো এবং লো উইকেটের কারণে প্রায়শই সমালোচনার শিকার হতে হয় বিসিবিকে।
সম্প্রতি তার সঙ্গে চুক্তি নবায়ন হলেও, তার বিকল্প খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, অবশ্যই আমরা গামিনীর বিকল্প খোঁজার কাজ চালিয়ে যাচ্ছি।
এদিকে, এশিয়া কাপের ভেন্যু আবুধাবির উইকেটের সঙ্গে মিল রেখে প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। ফাহিম জানান, মিরপুরে সে ধরনের উইকেট তৈরি করা সম্ভব না হলেও, সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভালো ব্যাটিং উইকেট তৈরি করা সম্ভব।
তিনি বলেন, আমাদের এখানে সম্ভাব্য সেরা উইকেট খুব সম্ভবত সিলেটে। যেখানে একটু রান হয়। টি-টোয়েন্টিতে এমন উইকেট দরকার যেখানে রান হবে। আমরা চেষ্টা করব সিলেটে খেলাগুলো দিতে।
ফাহিম আরও বলেন যে, সিলেটে অন্তত ১৭০-১৮০ রানের উইকেট দেখতে চান তিনি। যদি ৩০০ রানের উইকেট বানাতে পারি তাহলে আমরা তাই চাইব। সেটা তো সম্ভব হবে না।
আমি ৩-৪ দিন আগে সিলেট গিয়েছিলাম এবং উইকেট দেখেছি। ভালো ব্যাটিং উইকেট বানানো যায়। তিনি আশাবাদী যে, সময় নিয়ে প্রস্তুতি নিলে অন্তত ১৭০-১৮০ রানের উইকেট তৈরি করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :