ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

বিসিবি ফান্ডের নয়-ছয়ের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ফারুক আহমেদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০২:২৪ পিএম
সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ফারুক আহমেদকে বিসিবির তহবিল নয়-ছয়ের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন এই সাবেক ক্রিকেটার, তবে মাত্র ৯ মাস পরই তাকে পদ ছাড়তে হয়। এরপর তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে এটি অন্যতম ছিল।

অভিযোগ ছিল, ফারুক আহমেদ বিসিবির পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই ২৫০ কোটি টাকা স্থায়ী আমানত থেকে অন্য ব্যাংকে সরিয়েছিলেন। 

গত এপ্রিলে এই অভিযোগ ওঠার পর তিনি বেশ বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। একই সময়ে বিসিবির কিছু পরিচালক তার বিরুদ্ধে স্বৈরাচারী সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও তোলেন এবং তাকে সভাপতির পদ থেকে সরাতে চেষ্টা করেন।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দুদক সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে। গত ১৭ মে দলটি বিসিবিতে গিয়ে নথিপত্র সংগ্রহ করে এবং তদন্ত চালায়। 

গত ১৩ জুলাই জমা পড়া তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফারুক আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়নি। এর ফলে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

ফারুক আহমেদ নিজেও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

উল্লেখ্য, ফারুক আহমেদের পদত্যাগের পর বিসিবির সভাপতির দায়িত্ব নেন আরেক সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।