ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

পর্নোগ্রাফি প্ল্যাটফর্মে নাম লেখালেন তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০২:৪২ পিএম
ইংলিশ পেসার টাইমাল মিলস। ছবি- সংগৃহীত

নিশ্চিন্ত থাকুন, ফাইন লেগ বা মিডল স্টাম্প কেউ দেখতে পাবে না—এভাবেই নতুন পর্নোগ্রাফি প্ল্যাটফর্ম ‘ওনলি ফ্যান্স’-এ যুক্ত হয়ে আলোচনায় এসেছেন ইংলিশ ক্রিকেটার টাইমাল মিলস। 

তবে গ্ল্যামার বা উত্তেজক কনটেন্ট নয়, মিলস নিশ্চিত করেছেন—এটি হতে চলেছে শুধুই ক্রিকেট ও লাইফস্টাইলভিত্তিক উপস্থাপনা।

ইংল্যান্ডের বাঁহাতি পেসার টাইমাল মিলস হয়েছেন প্রথম পেশাদার ক্রিকেটার যিনি সাবস্ক্রিপশনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ‘অনলি ফ্যানসের’ সঙ্গে যুক্ত হলেন। পর্নোগ্রাফিকেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত এই সাইটে মিলসের যুক্ত হওয়া স্বাভাবিকভাবেই জন্ম দিয়েছে আলোচনার।

মিলস ‘দ্য অ্যাথলেটিককে’ দেওয়া সাক্ষাৎকারে বলেন, এক হাজার শতাংশ নিশ্চিত করে বলছি, এখানে কোনো গ্ল্যামার শট থাকছে না। এটা হবে শুধুই ক্রিকেট ও আমার লাইফস্টাইল ঘিরে।

মিলস আরও বলেন, অনেকে ‘অনলি ফ্যানস’ শুনে একদম নির্দিষ্ট এক জায়গায় চিন্তা চলে যায়। কিন্তু ভেতরে ঢুকে যখন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা দেখি, তখন উপলব্ধি করি—এটা আসলেই একটি বিশাল সম্ভাবনাময় প্ল্যাটফর্ম।

প্ল্যাটফর্মটির লক্ষ্য এখন খেলাধুলাভিত্তিক কনটেন্টে প্রবেশ করা। ইতোমধ্যে টেনিস তারকা নিক কিরগিওস এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। ক্রিকেটার হিসেবে মিলস হচ্ছেন প্রথম।

তিনি আরও জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করার পরেই এই উদ্যোগে এগিয়ে আসার সাহস পেয়েছেন।

মিলস বলেন, আমি চাই এটাকে পুরোপুরি কাজে লাগাতে। সাহস নিয়ে নামতে হবে এবং যথাসাধ্য সেরাটা দিতে চাই।

টাইমাল মিলস ক্রিকেটের বাইরেও মিডিয়াতে সক্রিয়। পূর্ব লন্ডন বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস জার্নালিজমে পড়ার সময়েই এসেক্সের হয়ে পেশাদার চুক্তি পান। পরবর্তীতে BBC, Sky Sports ও TalkSPORT-এর হয়ে কাজ করেছেন।

২০১৭ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে ১.৪ মিলিয়ন পাউন্ডে চুক্তি হওয়ার পর, তিনি নিজেই নিজের কলাম লেখার সিদ্ধান্ত নেন—যেখানে অন্য ক্রিকেটাররা সাধারণত গোস্ট রাইটার ব্যবহার করে থাকেন।