হারারেতে অনুষ্ঠিত জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ব্যাট এবং বল হাতে অসাধারণ পারফর্ম করে বাংলাদেশের জয়ের নায়ক হয়েছেন রিজান। চাপের মুখে দুর্দান্ত এক ইনিংস খেলার পর বল হাতেও তিনি একাই তুলে নিয়েছেন ৫টি উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের যুবাদের। মাত্র ৬৫ রানেই ৩টি উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এমন পরিস্থিতিতে চতুর্থ উইকেটে কালাম সিদ্দিকিকে নিয়ে হাল ধরেন রিজান।
তাদের ১১৭ রানের দারুণ জুটি বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনে। কালাম ৭৬ বলে ৬৫ রান করে আউট হলেও, রিজান ছুটতে থাকেন সেঞ্চুরির দিকে। তবে তিনি ৯৬ বলে ৯৫ রানে রানআউট হয়ে সেঞ্চুরি থেকে বঞ্চিত হন।
শেষদিকে মোহাম্মদ আবদুল্লাহর ২৯ বলে ৩৮ এবং সামিউন বাসীর ৮ বলে ১৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৬৯ রানের বড় সংগ্রহ গড়ে।
বড় রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার যুবারা দারুণ শুরু পায়। ওপেনিং জুটিতেই তারা ৫৯ রান তুলে নেয়। কিন্তু এরপর বল হাতে জ্বলে ওঠেন বাংলাদেশের বোলাররা।
আল ফাহাদ এবং স্বাধীন শুরুতেই আঘাত হানেন। তবে আসল আঘাতটা আসে রিজানের হাত ধরে। তিনি ৫ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন।
তার বোলিং তোপেই প্রতিপক্ষ ৪৮.৪ ওভারে ২৩৬ রানে গুটিয়ে যায়। শেষ পর্যন্ত ৩৩ রানের জয় নিয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশের যুবারা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অ-১৯ দল: ৫০ ওভারে ২৬৯/৫ (রিজান ৯৫, কালাম ৬৫, আবদুল্লাহ ৩৮)
দক্ষিণ আফ্রিকা অ-১৯ দল: ৪৮.৪ ওভারে ২৩৬ (লাগাদিয়েন ৪০, রোলেস ৩৫; রিজান ৫/৩৪, ফাহাদ ৩/৫০)
ফলাফল: বাংলাদেশ অ-১৯ দল ৩৩ রানে জয়ী।