টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট আজ থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচে ডারউইনে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
গত বছর এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়ে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপার লক্ষ্য নিয়েই ডারউইনে পৌঁছেছে দলটি। দলে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার নাঈম শেখ ও সাইফ হাসানের পাশাপাশি প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা।
স্পিন বিভাগে নাঈম হাসান এবং পেস বিভাগে হাসান মাহমুদ ও রিপন মন্ডলের মতো নামগুলো দলকে শক্তিশালী করেছে।
বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচের সময়সূচি
১৪ আগস্ট: পাকিস্তান ‘এ’
১৬ আগস্ট: নেপাল
১৭ আগস্ট: পার্থ স্কোরচার্স
১৯ আগস্ট: নর্দার্ন টেরিটরি স্ট্রাইক
২১ আগস্ট: মেলবোর্ন স্টার্স
২৩ আগস্ট: এডিলেড স্ট্রাইকার্স
লিগ পর্ব শেষে ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।