বাংলাদেশের ক্রিকেটারদের কল্যাণ সমিতির (কোয়াব) আসন্ন নির্বাচন ঘিরে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এই প্রক্রিয়াটির নেতৃত্ব দিচ্ছেন।
সম্প্রতি মিরপুরের ডিওএইচএস এলাকায় অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার সভায় দেশের প্রায় ৬০-৭০ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন। সভার মূল আলোচ্য বিষয় ছিল কোয়াবের আসন্ন নির্বাচন এবং এর ভবিষ্যৎ রূপরেখা।
এই সভায় ক্রিকেটারদের নির্বাচন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। সভায় উপস্থিত ছিলেন সাবেক নারী ক্রিকেটার জেসিয়া ইসলাম জেসি এবং জাতীয় দলের তারকা রুমানা আহমেদ।
সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে কোয়াবের পরিচালনা কমিটিতে নারী ক্রিকেটারদের ভূমিকা বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরিচালনা কমিটির একটি পদে বিশেষভাবে নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হবে।
কোয়াব নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, আগামী ২১ আগস্টের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এরপর ২৩ থেকে ২৬ আগস্টের মধ্যে ভোটার তালিকার বৈধ প্রার্থীরা কোয়াব নির্বাচনে প্রার্থী হিসেবে নমিনেশন সংগ্রহ ও জমা দিতে পারবেন।
তবে নির্বাচনের ভোটাধিকারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। কোয়াবের নিয়ম অনুযায়ী, শুধু সাবেক ও বর্তমান জাতীয় দলের ক্রিকেটার এবং বর্তমান প্রথম শ্রেণির ক্রিকেটাররাই এই নির্বাচনে ভোট দিতে পারবেন।
সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার, সাবেক ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম ও দ্বিতীয় বিভাগে খেলা ক্রিকেটারদের ভোটাধিকার রাখা হয়নি।
এর ফলে, এই শ্রেণির ক্রিকেটাররা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে জাতীয় দলের খেলোয়াড়েরা সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন।