ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত

কেয়ার্নসের কাজালি’স স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।

তিন ম্যাচের সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। ফলে আজকের ম্যাচেই নির্ধারণ হবে শিরোপাজয়ী দল।

টস হেরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম বলেন, টস জিতলে আমরা প্রথমে ব্যাট করতেই চাইতাম। ভালো ব্যাটিং করলে ম্যাচে এগিয়ে থাকা সম্ভব। উইকেটটা ভালো মনে হচ্ছে।

আগের ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে চাই।

অন্যদিকে টস জিতে মার্শ জানান, আমরা প্রথমে বোলিং করছি, কারণ এখানে খুব বেশি খেলা হয়নি। যতটা সম্ভব তথ্য নিতে চাই।

শেষ ম্যাচে যেসব শিক্ষা নিয়েছি, সেগুলো কাজে লাগাতে চাই। আশা করছি, সিরিজ জিতে নিতে পারব।

অজিদের দলে তিন পরিবর্তন এসেছে—শন অ্যাবটের বদলে নাথান এলিস, অসুস্থতা কাটিয়ে ফিরেছেন জশ ইংলিস এবং কনকাশনের কারণে বাদ পড়া মিচ ওয়েনের জায়গায় খেলছেন অ্যারন হার্ডি।

আজকের খেলায় দু-দলের একাদশ

দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন (উইকেটকিপার), লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, ডেওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন, করবিন বশ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিদি।

অস্ট্রেলিয়া: ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, বেন ডয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।