ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নেপালের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৭:৩৩ পিএম
বাংলাদেশ এ দল। ছবি- সংগৃহীত

ডিএক্সসি অ্যারেনায় নেপালের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩২ রানে হারিয়েছে টাইগাররা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ওপেনার জিশান আলম মাত্র ৪৫ বলে খেলেন ৭১ রানের এক বিস্ফোরক ইনিংস। তার ব্যাট থেকে আসে ৪টি চার এবং ৫টি বিশাল ছক্কা।

নাঈম শেখের সাথে ৬০ রানের ওপেনিং জুটিতে জিশানই ছিলেন মূল ভূমিকায়। নাঈম ১৮ বলে ২৫ রান করে ফিরে গেলেও জিশান তার ঝড়ো ব্যাটিং চালিয়ে যান।

জিশান ১০৯ রানে ফিরে গেলে ক্রিজে আসেন আরেক ব্যাটসম্যান, আফিফ হোসেন ধ্রুব।

আফিফ তার সহজাত আগ্রাসী ব্যাটিংয়ের প্রদর্শনী করে মাত্র ২৩ বলে অপরাজিত ৪৮ রান করেন। তার ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ৯টি বাউন্ডারি ছিল, যা দলের স্কোরকে ১৮৩ রানে নিয়ে যেতে সাহায্য করে।

আগের ম্যাচে দারুণ খেলা সাইফ হাসান অবশ্য এই ম্যাচে ১১ রানে রান আউট হয়ে ফেরেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রান।

১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নেপাল। দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদ তুলে নেন ওপেনার কুশল ভুর্টেলের উইকেট। এরপর নেপালের ব্যাটিং লাইন আপ আর ঘুরে দাঁড়াতে পারেনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। নেপালের একমাত্র ব্যাটসম্যান হিসেবে লড়াই করেন কুশল মাল্লা, যিনি ৪৭ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন স্পিনার রাকিবুল হাসান, যিনি মাত্র ১৮ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।

এছাড়া পেসার হাসান মাহমুদ তার ২ উইকেট নিয়ে নেপালের ওপর চাপ ধরে রাখেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানেই থেমে যায় নেপালের ইনিংস, এবং বাংলাদেশ জয় পায় ৩২ রানের ব্যবধানে।