এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তান ক্রিকেটের দুই সুপারস্টার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সবাইকে চমকে দিয়ে এই দুই তারকাকে ছাড়াই এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রোববার (১৭ আগস্ট) টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। এই দলে নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তরুণ ক্রিকেটার সালমান আগা।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-টোয়েন্টি দলে ফেরা পেসার শাহিন শাহ আফ্রিদিও জায়গা পেয়েছেন স্কোয়াডে।
স্কোয়াডে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন ফখর জামান ও হারিস রউফ। তাদের সঙ্গে আছেন তরুণ ক্রিকেটার সাইম আইয়ুব, খুশদিল শাহ এবং হুসেইন তালাতও।
এশিয়া কাপের আগে এই দল সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। সেই সিরিজে পাকিস্তানের সঙ্গে খেলবে স্বাগতিক আরব আমিরাত ও আফগানিস্তান।
এই সিরিজটি শারজায় ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আট দলের এই মহাদেশীয় টুর্নামেন্টে পাকিস্তান আছে 'এ' গ্রুপে। তাদের গ্রুপ প্রতিপক্ষ হলো ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াড
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।