অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।
এবারের টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। এখন পর্যন্ত খেলা ৫টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে আছে লাল-সবুজ জার্সিধারীরা।
গত বৃহস্পতিবার মেলবোর্ন স্টারর্স একাডেমির কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের নকআউটে যাওয়ার স্বপ্ন আগেই ভেঙে গেছে। কারণ সেরা চারে থাকতে হলে তাদেরকে ম্যাচটি জিততে হতো।
উল্লেখ্য, ২০২৪ সালের আসরে বাংলাদেশ ‘এ’ দল ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।
বাংলাদেশ ‘এ’ দলের একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাইম শেখ, জিসান আলম, সাইফ হাসান, আফিফ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মাহফুজুর রহমান রাব্বি, নাইম হাসান, ইয়াসির আলী চৌধুরী।