ভারতীয় ক্রিকেটের মহাতারকা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলি তার অবসর নিয়ে চলমান সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন।
আইপিএলে সতীর্থ স্বস্তিক চিকারাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন যে ফিটনেস যতক্ষণ তার পাশে থাকবে, ততক্ষণ তিনি ক্রিকেট খেলে যাবেন।
‘রেভস্পোর্টজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিক চিকারা বলেছেন যে কোহলি তাকে বলেছেন, যতদিন ক্রিকেট খেলব, সিংহের মতোই খেলব। পুরো ২০ ওভার মাঠে ফিল্ডিং করব, তারপর ব্যাটিং করব।
যেদিন কেবল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে হবে, সেদিন ক্রিকেট ছেড়ে দেব।
আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু হওয়ার পর থেকেই এই বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে অনেক আলোচনা চলছে।
আইপিএলের সর্বশেষ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কোহলির অসাধারণ পারফরম্যান্স ছিল অন্যতম প্রধান কারণ। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন।
১৫ ম্যাচে তিনি ৬৫৭ রান সংগ্রহ করেন, যা ছিল শিরোপাজয়ী দলের সর্বোচ্চ। বিশেষ করে ফাইনালে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩৫ বলে ৪৩ রানের তাঁর ইনিংসটি বেঙ্গালুরুর ইতিহাসে প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন