ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বাংলাদেশের আসন্ন সিরিজ নিয়ে সুখবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৭:১২ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার নিয়ে জটিলতা থাকলেও, আসন্ন বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের জন্য দারুণ খবর পেলেন ক্রিকেট ভক্তরা।

জানা গেছে, দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস এই সিরিজের সম্প্রচার স্বত্ব পেয়েছে। এর ফলে টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও টি-স্পোর্টসের অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি খেলা দেখা যাবে।

এশিয়া কাপের আগে হওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ফরম্যাটে দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় সমর্থকদের মধ্যেও এই সিরিজ নিয়ে বেশ উন্মাদনা রয়েছে।

এদিকে, এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে, যেখানে বড় একটি চমক হিসেবে প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।

সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাকে খেলতে দেখা গিয়েছিল।

নেদারল্যান্ডস সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।