অস্ট্রেলিয়া দাপুটে ব্যাটিং-বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৭৬ রানে হারিয়েছে ম্যাকে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে।
তবে এই পরাজয়ের পরও সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে প্রোটিয়ারা।
রোববার (২৪ আগস্ট) টসে হেরে ব্যাট করতে নেমে রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া তোলে ৪৩১ রান, যা তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
জবাবে ব্যাট হাতে ভরাডুবি হয় দক্ষিণ আফ্রিকার। মাত্র ২৪.৫ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় তারা।
অস্ট্রেলিয়ার তরুণ বোলার কুপার কনোলি দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট তুলে নেন। এছাড়া অ্যাডাম জাম্পা ও জেভিয়ার বার্টলেট শিকার করেন দুই উইকেট করে।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪৯ রান আসে ডিওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে।
এর আগে ব্যাট হাতে ঝড় তোলেন অজি ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ গড়েন ২৫০ রানের জুটি। হেড খেলেন ১৪২ রানের ইনিংস, আর মার্শ তুলে নেন সেঞ্চুরি (১০০)।
পরে ক্যামেরন গ্রিন মাত্র ৪৭ বলে শতক হাঁকান—যা অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। অ্যালেক্স ক্যারি অপরাজিত থাকেন ৫০ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে কেবল কেশব মহারাজ ও সেনুরান মুথুসামি একটি করে উইকেট নিতে সক্ষম হন।