অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম সাবেক সফল অধিনায়ক এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার মাইকেল ক্লার্ক ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দুঃসংবাদটি জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, ত্বকের ক্যান্সার এখন একটি বাস্তবতা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবারও নাক থেকে একটি অংশ কেটে ফেলা হলো। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা নিয়মিত ত্বক পরীক্ষা করান। নিরাময়ের চেয়ে প্রতিরোধ উত্তম।
ক্লার্ক আরও জানান, নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হওয়ার কারণে তার চিকিৎসা সহজ হয়েছে।
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মাইকেল ক্লার্ক তার ১২ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
ক্রিকেটের অন্যতম সেরা এই অধিনায়ক সব ফরম্যাট মিলিয়ে ১৭ হাজারেরও বেশি রান করেছেন। অধিনায়ক হিসেবে তার সবচেয়ে বড় অর্জন হলো ২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়।
টেস্ট ক্রিকেটে ক্লার্ক ছিলেন একজন অন্যতম সফল ব্যাটসম্যান। তিনি ৪৭টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ২০১৩-১৪ অ্যাশেজ সিরিজে ৫-০ ব্যবধানে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল।
টেস্টে তার ঝুলিতে রয়েছে মোট ২৮টি সেঞ্চুরি, যা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ।