ভারত ক্রিকেটের অন্যতম সেরা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরের বর্ণাঢ্য এই যাত্রার সমাপ্তি ঘটল ৩৮ বছর বয়সি এই কিংবদন্তি ক্রিকেটারের।
তবে তিনি জানিয়েছেন, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক আবেগঘন পোস্টের মাধ্যমে অশ্বিন তার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, কোথাও শেষ মানে নতুন একটি শুরু।
‘আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় আজ শেষ হচ্ছে, তবে বিভিন্ন লিগে খেলার মাধ্যমে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। আমি সকল ফ্র্যাঞ্চাইজি, আইপিএল এবং বিসিসিআইকে অসংখ্য সুন্দর স্মৃতির জন্য ধন্যবাদ জানাই।’
অশ্বিনের স্ত্রী পৃথি নারায়ণও ইনস্টাগ্রামে তার স্বামীর প্রতি সমর্থন প্রকাশ করে লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি, অশ্বিন। নতুন কিছু করতে এবং নতুন উচ্চতায় পৌঁছাতে তোমার জন্য অপেক্ষা করছি।’
২০০৯ সালে চেন্নাই সুপার কিংস (CSK)-এর হয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন চেন্নাইয়ের এই ক্রিকেটার। এরপর ২০১০ ও ২০১১ সালে চেন্নাইয়ের ব্যাক-টু-ব্যাক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
তার ক্যারিয়ারে চেন্নাই ছাড়াও রাইজিং পুনে সুপারজায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মতো পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।
সর্বশেষ ২০২৫ সালে তিনি আবারও চেন্নাইতে ফিরে আসেন। মেগা নিলামে তাকে ৯.৭৫ কোটি টাকায় দলে ফিরিয়েছিল সিএসকে।
অশ্বিন তার দীর্ঘ আইপিএল ক্যারিয়ারে মোট ২২১টি ম্যাচে অংশ নিয়েছেন। বল হাতে তিনি ১৮৭টি উইকেট শিকার করেছেন, যা আইপিএল-এর ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।
তার ইকোনমি রেট ছিল ৭.২০। ব্যাটিংয়েও তিনি অলরাউন্ডার হিসেবে ৮৩৩ রান সংগ্রহ করেছেন।