ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান উসমান খাজার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:৪৭ পিএম
উসমান খাজা। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার টেস্ট দলের ওপেনার উসমান খাজা সম্প্রতি প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ও অর্থমন্ত্রী জিম চালমার্সের সঙ্গে এক একান্ত বৈঠকে গাজা সংঘাত নিয়ে তার কঠোর মতামত তুলে ধরেছেন। ক্যানবেরায় অনুষ্ঠিত এই বৈঠকে খাজা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

প্রথমে এই বৈঠকটি বাতিল হলেও খাজার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের পর প্রধানমন্ত্রী আলবানিজ তার সিদ্ধান্ত পরিবর্তন করে বৈঠকে রাজি হন।

বৈঠক শেষে খাজা সাংবাদিকদের জানান, তিনি অস্ট্রেলিয়ার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানান। তবে তার মতে, শুধু কথার ফুলঝুরি নয়, আরও কার্যকরী পদক্ষেপ প্রয়োজন।

খাজা বলেন, ‘যে দেশ মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে এত স্পষ্টভাবে লঙ্ঘন করে, তাদের সঙ্গে আমরা বাণিজ্য চালিয়ে যেতে পারি না। গাজায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করা উচিত।’

অর্থমন্ত্রী জিম চ্যালমার্স বলেন, ‘আমরা উসমানকে সম্মান করি এবং তার মতামত মনোযোগ দিয়ে শুনি। তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার কথা শোনা আমাদের জন্য জরুরি।’

৩৮ বছর বয়সি এই ক্রিকেটার তার খেলার মতোই মাঠের বাইরে তার মানবিক অবস্থানের জন্যও পরিচিত। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তিনি এ বিষয়ে সোচ্চার।

গত বছরের বক্সিং ডে টেস্টে তিনি মানবাধিকারের পক্ষে সংহতি প্রকাশ করে হাতে কালো আর্মব্যান্ড পরে খেলেন।

পার্থে প্রথম টেস্টে তিনি তার জুতোয় ‘Freedom is a human right’ এবং ‘All lives matter’ লেখার চেষ্টা করেন, কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসি তাকে বাধা দেয়। এ নিয়ে তিনি তার হতাশা প্রকাশ করেছিলেন।

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচের পর তিনি একটি বড় গণমাধ্যমের সাক্ষাৎকার বর্জন করেন, কারণ তাদের গাজা সংক্রান্ত অবস্থান তার কাছে গ্রহণযোগ্য ছিল না।

খাজা আরও বলেন, ‘আমি চাই, যখন আমার ক্যারিয়ার শেষ হবে, তখন যেন বলতে পারি, আমি মাঠে যেমন সম্মান পেয়েছি তেমনি মাঠের বাইরে আমার মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েও সম্মান অর্জন করেছি।’